লখিমপুর হিংসা মামলার চার্জশিট পেশ: মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস মিশ্র

0
2

লখিমপুর খেরি হিংসা(Lakhimpur Kheri violence) মামলায় সোমবার আদালতে ৫,০০০ পৃষ্ঠার চার্জশিট জমা করল উত্তরপ্রদেশ(Uttar Pradesh) পুলিশের বিশেষ তদন্তকারী দল। আদালতে পেশ করা চার্জশিটে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির(Ajay Mishra Teni) ছেলে আশিস মিশ্রকে(Ashish Mishra) মামলায় প্রধান অভিযুক্ত করেছে পুলিশ। চার্জশিটে ১৪ জনকে আসামি করা হয়েছে। এই অভিযুক্তদের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় ​​মিশ্রের এক আত্মীয়ও রয়েছেন।

৩ অক্টোবর লখিমপুর খেরিতে গাড়িচাপা দিয়ে ৪ কৃষক ও এক সাংবাদিক সহ ৮ খুনের ঘটনায় দীর্ঘ টালবাহানার পর আদালতের হস্তক্ষেপে প্রথম গ্রেপ্তার হয় ৭ অক্টোবর। অভিযোগপত্রে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় ​​মিশ্রের ছেলে আশিস মিশ্রের পাশাপাশি তাঁর আত্মীয় বীরেন্দ্র শুক্লার নামও যুক্ত করা হয়েছে। যার বিরুদ্ধে প্রমাণ গোপন করার অভিযোগ রয়েছে। ব্লক প্রধান বীরেন্দ্র শুক্লা। টিকুনিয়া মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় ​​মিশ্রের ছেলে আশিস মিশ্র মনু সহ ১৩ আসামি জেলা কারাগারে বন্দি রয়েছেন। আশিস মিশ্রকে ১০ অক্টোবর গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তার আগে ৭ অক্টোবর আশিস মিশ্রের ঘনিষ্ঠ লাভ কুশ এবং আশিস পান্ডেকে গ্রেপ্তার করা হয়েছিল। গত ৮ অক্টোবর দুজনকেই বিচার বিভাগীয় হেফাজতে কারাগারে পাঠানো হয়। আইন বিশেষজ্ঞদের মতে, হত্যার মতো জঘন্য মামলায় তদন্তকারীকে বিচারবিভাগীয় হেফাজতের প্রথম দিন থেকে ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে এবং চার্জশিট দাখিল করতে হয়।