ফের করোনার থাবা কলকাতা পুরসভায়। মেয়র পারিষদ, বরো চেয়ারম্যান ও কাউন্সিলরদের পর করোনা আক্রান্ত হয়েছেন পুরসভার কমিশনার বিনোদ কুমার ও তাঁর স্ত্রী। তাঁদের উপসর্গ খুব বেশ না হওয়ায় হোম আইসোলেশনে আছেন বলে মেয়র জানিয়েছেন। সংক্রমিত হয়েছেন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়-সহ পরিবারের ৫ সদস্য।
গত মঙ্গলবার কলকাতা পুরসভার মেয়রের শপথ গ্রহণ ছিল। বুধবার কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান সাধনা বসুর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রথম প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। পুরসভায় একসঙ্গে এতজন করোনা আক্রান্ত হওয়ায় চিন্তা বাড়ছে স্বাস্থ্য দফতরের।
এদিকে রাজ্যে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন সংক্রমণের বৃদ্ধি পাওয়ার ফলে রাজ্যে ইতিমধ্যেই জারি হয়েছে কঠোর বিধিনিষেধ। এই পরিস্থিতিতে শহরে সংক্রমণ নিয়ন্ত্রণে আসরে নেমেছে কলকাতা পুরসভা। কলকাতায় ২৫টি মাইক্রো কনটেনমেন্ট (Micro Containment) জোন (Zones) করা হয়েছে। এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, কোনও আবাসনে ৪-৫ জন আক্রান্ত হলেই মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হবে। কনটেনমেন্ট জোন ছাড়াও বাজার, জনবহুল রাস্তায় হবে স্যানিটাইজেশন। বাজারে মাস্ক ছাড়া বিক্রি নিষিদ্ধ। ১০-১৫ তারিখের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
আরও পড়ুন- ‘গৃহলক্ষ্মী’র পর এবার গোয়ায় ‘যুবশক্তি’র প্রতিশ্রুতি তৃণমূলের, মিলবে ২০ লক্ষ টাকা ঋণ