চিকিৎসকদের নির্দেশে রাতেই হাসপাতালে করোনা আক্রান্ত Kunal Ghosh

0
6

চিকিৎসকদের নির্দেশে রাতেই  হাসপাতালে করোনা আক্রান্ত কুণাল ঘোষ। চিকিৎসক শুভাশিস গঙ্গোপাধ্যায়ের অধীনে তিনি অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলেন। ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও কোভিড পজিটিভ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক(Kunal Ghosh)।

সোমবার সন্ধেয় টুইট করে কুণাল (Kunal Ghosh) লেখেন, “কোভিড (Covid) পজিটিভ। আইসোলেশনে আছি। চিকিৎসকেদের সঙ্গে কথা হয়েছে।” তিনি এও জানান, একাধিক উপসর্গ রয়েছে তাঁর। করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন কুণাল ঘোষ।

আরও পড়ুন-প্রতিষ্ঠা দিবসে রোগীদের পাশে তৃণমূল কংগ্রেস

হাসপাতালে ভর্তি হওয়ার খবরও নিজেই টুইটারে দেন কুণাল। লেখেন, ‘করোনা সংক্রমণের মাত্রা বেশি হওয়ায় চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হলাম।’

কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং লুইজিনহো ফালেরিও। বর্তমানে অরূপ বিশ্বাস করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আগামীকাল মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।