ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও করোনা আক্রান্ত কুণাল ঘোষ

0
2

ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও করোনা (Coronavirus) আক্রান্ত তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। রয়েছেন হোম আইসোলেশনে। একথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র।

আরও পড়ুন: ‘গৃহলক্ষ্মী’র পর এবার গোয়ায় ‘যুবশক্তি’র প্রতিশ্রুতি তৃণমূলের, মিলবে ২০ লক্ষ টাকা ঋণ

সোমবার সন্ধেয় টুইট করে কুণাল (Kunal Ghosh) লেখেন, “কোভিড (Covid) পজিটিভ। আইসোলেশনে আছি। চিকিৎসকেদের সঙ্গে কথা হয়েছে।” তিনি  জানিয়েছেন, শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হবেন। একাধিক উপসর্গ রয়েছে তাঁর। করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন কুণাল ঘোষ।

 

কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং লুইজিনহো ফালেরিও। বর্তমানে অরূপ বিশ্বাস করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আগামীকাল মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।