করোনার কবলে এবার চিত্তরঞ্জন সেবাসদন। হাসপাতালের স্বাস্থ্যকর্মী, সহকারী সুপার এবং চিকিৎসক মিলিয়ে মোট ৩৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। এছাড়াও ন্যাশনাল মে়ডিক্যাল কলেজ হাসপাতালে বেশ কয়েক জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন:Weather Forecast:রাজ্যে অব্যাহত পারদ পতন, হাড়কাঁপানো শীতে কাঁপছে জেলাগুলিও
চিত্তরঞ্জনে এখনও পর্যন্ত যে ৩৬ জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে দু’জন সহকারী সুপার রয়েছেন। রয়েছেন তিন জন স্বাস্থ্যকর্মী, এক জন অফিস স্টাফ। অধ্যক্ষ জানিয়েছেন,হাসপাতালে এখনও পর্যন্ত ৩০ জন চিকিৎসক কোভিডে আক্রান্ত। তাঁদের মধ্যে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। আর বাকিরা সবাই বাড়িতে আইসোলেশনে রয়ছেন।
ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালেও করোনার কবলে হাসপাতালে অধ্যক্ষ-সহ বেশ কয়েক জন চিকিৎসক । বিষয়টি স্বাস্থ্য দফতরকেও জানানো হয়েছে।