উদ্বেগ বাড়িয়ে ফের একলাফে অনেকটাই বাড়ল দেশের করোনা সংক্রমণ। ক্রিসমাস থেকে বর্ষবরণ- উৎসবের আনন্দে মেতেছিল দেশবাসী। তারই কড়ায় গণ্ডায় মাশুল গুণতে হচ্ছে সকলকে। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৭৫০ জন, রবিবার তা ছিল সাড়ে ২৭ হাজারের সামান্য বেশি। শতকরা হিসেবে সোমবার তা লাফ দিয়ে ২২.৫ শতাংশ বেড়েছে। এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৪৯ লক্ষ ২২ হাজার ৮৮২-তে।
আরও পড়ুন:Omicron: ওমিক্রন সংক্রমণ ছড়ায় বিদ্যুত গতিতে, কী তার উপসর্গ?

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যাও। একদিনেই ১২৩ জনের মৃত্যু হওয়ায় দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৮১ হাজার ৮৯৩-তে। গত ২৪ ঘণ্টায় কোভিডের কবল থেকে সুস্থ হয়েছেন মাত্র ১০ হাজার ৮৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ১৭০০ জনের শরীরে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। এরমধ্যে ৬৩৯ জন এখনও অবধি সুস্থ হয়ে উঠেছেন।রাজ্যের নিরিখে সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলেছে মহারাষ্ট্রে। বর্তমানে সেখানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫১০। এরপরেই রয়েছে দিল্লি। সেখানে আক্রান্তের সংখ্যা ৩৫১।

করোনার তৃতীয় ঢেউয়ের দাপাদাপির মধ্যেই আজ থেকে দেশজুড়ে শুরু হয়েছে ১৫ ঊর্ধ্বদের টিকাকরণ। কোভ্যাক্সিন দিয়ে আপাতত তাদের ভ্যাকসিনেশন চলছে।এরপর জাইকোভ-ভি ভ্যাকসিনও দেওয়া হবে বলে জানা গেছে।































































































































