Weather Forecast:বছরের প্রথম রবিবারেই ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে শীত, জবুথবু রাজ্যবাসী

0
2

পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা সরেছে।দাপট বেড়েছে শীতের। বছরের প্রথমদিনেই তাপমাত্রা অনেকটাই কমেছে। রবিবারও সেই পারদ পতন অব্যাহত। সকাল থেকেই কনকনে হাওয়ায় জবুথবু তিলোত্তমা-সহ গোটা বাংলা।

আরও পড়ুন:Tiger:দুটি ঘুমপাড়ানি গুলিতেই কাবু কুমিরমারির বাঘ

আলিপুর হাওয়া দফতর জানিয়েছে, রবিবার কার্যত সারাদিনই আকাশ থাকবে ঝলমলে। ভোরের দিকে কুয়াশা দেখা গেলেও, ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘন্টায় রাজ্যে কোনও বৃষ্টিপাত হয়নি। রবিবার বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৪৭ শতাংশ।

শুধু দক্ষিণবঙ্গ নয়, রোদ ঝলমলে আবহাওয়া উত্তুরে-ও। পর্যটকে ঠাসা শৈল শহর দার্জিলিং থেকেই দেখা মিলছে তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘার। সঙ্গে কাঁপুনি ধরাচ্ছে শীতল হাওয়া-ও।

আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগের দিনের তুলনায় প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস নেমেছিল পারদ। ইতিমধ্যে বিভিন্ন জেলায় জাঁকিয়ে ঠান্ডা মালুম হতে শুরু করেছে। তবে শীতের এই ইনিংস লম্বা হবে না বলেই আশঙ্কা মৌসম ভবনের। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বাধাপ্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। ফলে নতুন সপ্তাহের মধ্যভাগ থেকেই তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে পারে। রোদ ঝলমলে আকাশ ঢাকতে পারে মেঘ ও কুয়াশার চাদরে। তবে তার আগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো ব্যাটিং করবে শীত।