একগুচ্ছ কর্মসূচিসহ দু’দিনের সফরে ত্রিপুরায় পা রেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন চতুর্দশ দেবতার মন্দিরে পুজো দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা ছিল বড়মুড়া আদিবাসীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে। তবে শেষ মুহূর্তে সেই অনুষ্ঠানের অনুমতি বাতিল করে দিল ত্রিপুরা প্রশাসন(Tripura government)। শেষ বেলায় হঠাৎ এই অনুমতি বাতিল পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে ঘাসফুল শিবির(TMC)। স্বাভাবিকভাবেই এই ঘটনার নিন্দা করে কড়া ভাষায় তোপ দাগা হয়েছে তৃণমূলের তরফে। এক টুইটে ত্রিপুরা তৃণমূলের তরফে লেখা হয়েছে, কিসের এত ভয় বিপ্লব দেব?
রবিবার প্রশাসনের তরফে অনুষ্ঠানের অনুমতির শেষবেলায় বাতিল করার পর ত্রিপুরা তৃণমূলের তরফে বিপ্লব দেবের সরকারকে তোপ দেগে টুইটে লেখা হয়েছে, “কিসের এত ভয় বিপ্লব দেব? আজ বারামুড়া ইসিও পার্কে অভিষেকের অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল করেছে প্রশাসন। লজ্জা।
তবে বিজেপির এই ভয় দেখানোর কৌশলে আমরা ভয় পাবো না।” এদিকে এই অনুমতি বাতিল প্রসঙ্গে ত্রিপুরা প্রশাসনের তরফে জানানো হয়েছে ওই এলাকায় আগে থেকে একটি অরাজনৈতিক সংগঠনের অনুষ্ঠান রয়েছে যার জন্য নতুন করে সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি দেওয়া যাবে না। তবে অনুষ্ঠানের শেষ বেলায় কেন এভাবে অনুমতি বাতিল করা হলো তার কোনো সদুত্তর নেই প্রশাসনের কাছে।
.@BjpBiplab, WHAT ARE YOU SCARED OF?
Shri @abhishekaitc’s programme at Baramura ECO park was cancelled at the last minute by the administration. SHAME!
We WILL NOT be intimated by @BJP4Tripura’s fear-mongering tactics. Nothing can stop us from public service. #ShameOnBJP pic.twitter.com/grWwkWbkZt
— AITC Tripura (@AITC4Tripura) January 2, 2022
এদিকে আজ ত্রিপুরার মাটিতে পা দেখিয়ে চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিপ্লব দেবকে তোপ দেগে তিনি বলেন, “বিপ্লব দেব রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। আর তার নেতৃত্বে হার্মাদের উল্লাসমঞ্চে পরিণত হয়েছে ত্রিপুরা। মানুষের উপর অত্যাচার ও দুয়ারে গুন্ডা মডেল চলছে এখানে। তবে এটা বেশিদিন চলবে না এখানে ‘দুয়ারে সরকার’ হবে।
শুধু তাই নয়, উন্নয়নকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গ মডেল তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সরাসরি চ্যালেঞ্জ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। অভিষেক বলেন, “ত্রিপুরাতে কোনরকম উন্নয়ন হয়নি। এখানকার রাস্তাঘাট মরণ ফাঁদে পরিণত হয়েছে। কটা বিশ্ববিদ্যালয় হয়েছে? কটা মেডিকেল কলেজ হচ্ছে? লড়াই করতে হলে উন্নয়নের মডেলে লড়াই হোক। বিরোধীদের ওপর গুন্ডা দিয়ে হামলা চালিয়ে নয়। বিজেপি সরকারের আমলে কি উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর রিপোর্ট কার্ড আনুন, পশ্চিমবঙ্গে কী উন্নয়ন হয়েছে আমরা রিপোর্ট কার্ড আনব। দেখি কারা কত কাজ করেছে।”