Tiger:দুটি ঘুমপাড়ানি গুলিতেই কাবু কুমিরমারির বাঘ

0
1

অবশেষে কাবু করা গেল কুমিরমারি দ্বীপে ঢুকে পড়া বাঘকে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, দু’টি ঘুমপাড়ানি গুলিতে কয়েক ঘন্টার চেষ্টায় খুব সহজেই রয়্যাল বেঙ্গল টাইগারকে কাবু করা সম্ভব হয়েছে। স্বাস্থ্যপরীক্ষার পর রবিবারই তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন:নারী নির্যাতনে “ভারত সেরা” ডাবল ইঞ্জিন যোগী রাজ্য


শনিবার সন্ধ্যায় কুমিরমারি দ্বীপে অফিস পাড়া এলাকায় এক বনকর্মীর বাড়ির কাছে ঢুকে পড়ে বাঘটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ব্যাঘ্র প্রকল্পের বাগনা রেঞ্জের বনকর্মীরা। শুরু হয় বাঘটিকে বন্দির চেষ্টা। এরপর দক্ষিণরায়কে নিশানা করে দু’টি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। তাতেই নিস্তেজ হয়ে পড়ে সেটি। এরপরই সেটিকে খাঁচায় বন্দি করা হয়।
বনকর্মীরা জানিয়েছেন সেটির প্রথমে স্বাস্থ্যপরীক্ষা করা হবে। কোথাও আঘাতের চিহ্ন থাকলে তা সারিয়ে তুলে সেটিকে জঙ্গলে ছাড়া হবে।