রাজ্যে করোনা সংক্রমণ বাড়তেই একগুচ্ছ বিধিনিষেধ জারি করল রাজ্য। তার মধ্যে সবচেয়ে বড় নিষেধাজ্ঞা রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান। আগামিকাল থেকেই বন্ধ সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি। লন্ডন থেকে আসা সমস্ত বিমান বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। বাড়ছে নাইট কার্ফুর সময়সীমাও। রবিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই বিধিনিষেধ জারির কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
আরও পড়ুন:Omicron: রাজ্যে ফের মিলল ওমিক্রন আক্রান্তের হদিশ, বঙ্গে নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০
কয়েকদিন ধরেই রাজ্যে হু হু করে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ। সেইসঙ্গে দাপট দেখাচ্ছে ওমিক্রন। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে একগুচ্ছ বিধিনিষেধের সিদ্ধান্ত নিল প্রশাসন। শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানই নয় বন্ধ সুইমিং পুল, জিম, বিউটি পার্লার, স্পা বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও চিড়িয়াখানা এবং বিনোদন পার্কগুলিও সম্পূর্ণ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। এছাড়াও সংক্রমণ রুখতে আজ নবান্নের ঘোষণা ৫০ শতাংশ আসনে যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন এবং মেট্রো রেল।
২৫ ডিসেম্বরের পর থেকে ধারাবাহিকভাবে রাজ্যের করোনা সংক্রমণ বেড়েই চলেছে৷ একই সঙ্গে হু হু করে বাড়ছে সংক্রমণের হার৷ শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫১২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ একই সঙ্গে পজিটিভির হার বেড়ে দাঁড়িয়েছে ১২.০২ শতাংশ৷ গত ৩৪ ঘণ্টায় রাজ্যে ৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷