বছরের শুরুতে ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee Tripura)৷ একগুচ্ছ কর্মসূচি নিয়ে রবিবার ২ জানুয়ারি যাচ্ছেন বিপ্লব দেবের রাজ্যে৷ এই প্রথম ত্রিপুরায় গিয়ে দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড৷
রবিবার আগরতলায় নেমেই সাড়ে ১২টা নাগাদ তিনি যাবেন চতুর্দশ দেবতা মন্দিরে৷ এরপর ১টায় সাংবাদিকদের মুখোমুখি হবেন৷
Our National General Secretary Shri @abhishekaitc will be in Tripura tomorrow to start the new year by seeking YOUR BLESSINGS!
Schedule for 2nd January, 2022 ? pic.twitter.com/86xXWsxNbH
— AITC Tripura (@AITC4Tripura) January 1, 2022
দুপুর ১টা ৪৫ মিনিটে অভিষেক যাবেন বড়মুড়ো ইকোলজিক্যাল পার্কে৷ সেখানে তাঁকে সংবর্ধনা জানাবেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ৷
আরও পড়ুন- Howrah Corporation Bill: হাওড়া বিল নিয়ে এবার অ্যাডভোকেট জেনারেলকে তলব রাজ্যপালের
এরপর বড়দোয়ালীতে এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন৷ সন্ধ্যা সাতটায় হোটেল পোলোতে স্টিয়ারিং কমিটি ও অন্যান্য শীর্ষে নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন৷ আগামিকাল সোমবারও ত্রিপুরায় বেশ কিছু কর্মসূচি রয়েছে অভিষেকের৷ সেখান থেকে দিল্লি যাওয়ার কথা তাঁর৷