WOUNDS: টালিগঞ্জের ‘চায়ওয়ালা’-য় ইন্দ্রনীল গুপ্তর চিত্র প্রদর্শনীতে পুরনো কলকাতা

0
1

ঐতিহ্যবাহী কলকাতার(Kolkata) অতীত ফুটে উঠল টালিগঞ্জের কাফে ‘চায়ওয়ালা’-র চিত্র প্রদর্শনীতে। সেন্ট লরেন্সের প্রাক্তনী ৫৩ বছর বয়সি ইন্দ্রনীল গুপ্তর (Indranil Gupta)তোলা ১৫টি ছবি বাছাই করে আয়োজিত হয়েছে এই প্রদর্শনী। চিত্র প্রদর্শনীর নাম রাখা হয়েছে ‘উন্ডস'(Wounds)। ১৮ বাই ১২ ইঞ্চির ছবিগুলির বিষয় পুরনো কলকাতা।

একটা সময় নামি উড়ান সংস্থার কর্মী ছিলেন ইন্দ্রনীল গুপ্ত। যদিও বর্তমানে তাঁর সঙ্গী এখন ক্যামেরা, আর ধ্যান-জ্ঞান কলকাতার ঐতিহ্য। এই প্রদর্শনী উপলক্ষে ইন্দ্রনীল বলেন, “উত্তর আর মধ্য কলকাতা আমাকে ছেলেবেলা থেকেই ভীষণভাবে প্রভাবিত করে। হয়ত আমাদের আদি বাড়ি আমহার্স্ট স্ট্রিট বলে একটা অদ্ভুত টান অনুভব করি। পুরনো বাড়ি, রাস্তাঘাট— সব কিছু টানে আমাকে। সদা গতিময় এই পৃথিবীতে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে এই প্রাসাদ প্রমাণ বাড়িগুলোর মধ্যে। এগুলোর দিকে তাকিয়ে আমি ফিরে দেখি হারিয়ে যাওয়া সময়গুলোকে। কালের যুদ্ধে অনেকটাই ক্লান্ত। পরাক্রান্ত বাড়িগুলোর ইট, সুরকি আর দেওয়ালে কান পাতলে এখনও যেন শুনতে পাই ঐতিহ্যবাহী কাল আর আমাদের মহিমাময় ইতিহাসের আলেখ্য।”

উল্লেখ্য, টালিগঞ্জের কাফে ‘চায়ওয়ালা’-তে ৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই চিত্র প্রদর্শনী। সময় সকাল ১১টা থেকে রাত ৯টা।