বর্ষশেষের রাতে কলকাতায় ফিরল কনটেনমেন্ট জোন৷ শহরের ১৬ থেকে ১৭টি জায়গাকে চিহ্নিত করে সেই এলাকাগুলিকে মাইক্রো কনটেনমেন্ট জোন করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা৷
আরও পড়ুন- ভোট পরিকল্পনা ‘শিকেয় তুলে’ বিদেশ সফরে রাহুল, দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের অন্দরে
শুক্রবার পুরসভায় লালবাজারের পদস্থ কর্তাদের সঙ্গে শহরের কোভিড পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ-সহ পুর আধিকারিকরা৷ সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, কোনও এলাকায় সংক্রমণ ৫-এর বেশি হলে সেই জায়গাকে কনটেনমেন্ট জোনের আওতায় আনা হবে৷
জুলাইয়ের পর ডিসেম্বরের শেষ সপ্তাহে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হাজারের গণ্ডি ছাড়িয়েছে৷ পাল্লা দিয়ে বেড়েছে কলকাতায় আক্রান্তের সংখ্যা৷ এই পরিস্থিতিতে সংক্রমণের প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার কেন্দ্রের তরফে নবান্নকে চিঠি পাঠানো হয়৷ সেখানে বলা হয়েছে, হটস্পট এলাকাগুলিকে চিহ্নিত করে ছোট ছোট কনটেনমেন্ট জোন ঘোষণা করার৷
কেন্দ্রের সুপারিশ মেনে সংক্রমণের নিরিখে কলকাতাকে ছোট ছোট কনটেনমেন্ট জোনে ভাগ করেছে পুরসভা৷ মোট ১৬-১৭টি কনটেনমেন্ট জোন তৈরি হচ্ছে শহরে৷










































































































































