Sourav Ganguly: বছরের শেষদিনে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ

0
5

বছরের শেষদিনে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মহারাজ এখন আগের থেকে অনেকটাই ভাল আছেন।তাঁর যা শারীরিক অবস্থা তাতে বাড়িতে আইসোলেশনে থাকতে পারেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত কোভিড বিধি মেনে নিজের বাড়িতেই আইসোলেশনে থাকবেন বিসিসিআই প্রেসিডেন্ট।

আরও পড়ুন- দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১৬ হাজার পার, লাফিয়ে বাড়ছে ওমিক্রনও
অবশ্য এরই পাশাপাশি চিকিৎসকদের পর্যবেক্ষণ। বর্তমানে টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়কের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। আজ শুক্রবার রাতে অথবা শনিবার সকালে তাঁর ওমিক্রন রিপোর্ট আসতে পারে। সেই রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী নির্দেশ দেবেন চিকিৎসকরা।সৌরভ বাড়ি ফেরায় স্বাভাবিকভাবেই খুশির জোয়ার তার ভক্তদের মধ্যে।