Omicron: সংক্রমণের আশঙ্কা: ১ জানুয়ারি বন্ধ কালীঘাট মন্দিরের গর্ভগৃহ, ভক্তশূন্য কল্পতরু উৎসব

0
2

বাড়ছে করোনা সংক্রমণ। উদ্বেগ নয়া স্ট্রেন ওমিক্রন নিয়েও। এই পরিস্থিতিতে পয়লা জানুয়ারি ভক্তদের জন্য বন্ধ থাকছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। গতবারের মতো এবারও দক্ষিণেশ্বর মন্দিরের ঐতিহ্যবাহী কল্পতরু উৎসব পালিত হবে ভক্তশূন্য ভাবে।

বছরের প্রথম দিন কল্পতরু উৎসব হয় দক্ষিণেশ্বর ও উদ্যোনবাটীতে। কিন্তু এবছর এক ধাক্কায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্ক মন্দির কর্তৃপক্ষ। ভক্তশূন্য ভাবেই কল্পতরু উৎসব পালিত হবে।

কালীঘাট মন্দিরের (Kalighat Temple) তরফে জানানো হয়েছে, আলিপুর আদালতের নির্দেশে ১ জানুয়ারি মন্দিরের গর্ভগৃহ ভক্তদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র পুরোহিত ও সেবাইতদের প্রবেশাধিকার আছে।

বেলুড় মঠের (Belur Math) তরফে আগেই জানানো হয়েছে, ১-৪ জানুয়ারি মঠ বন্ধ থাকবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

শুক্র ও শনিবার, তারাপীঠের গর্ভগৃহে ঢুকে অঞ্জলি দিতে পারবেন না পূন্যার্থীরা।