চোখ রাঙাচ্ছে ওমিক্রন। লাফিয়ে বাড়ছে করোনা। তার মধ্যেই নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি বিশ্বজুড়ে।
ওমিক্রন আতঙ্কের মধ্যেই ইংরাজির নতুন বছরকে স্বাগত জানাল নিউ জিল্যান্ড। অকল্যান্ডে স্থানীয় সময়ে ১২টা বাজতেই আতসবাজিতে ২০২২-এ স্বাগত জানানো হয়। যদিও সে দেশের প্রতি প্রদেশে করোনাবিধি কার্যকর। তার মধ্যে থেকেও সুযোগ বের করে ২০২১-কে বিদায় জানাতে উৎসাহী হয়ে পড়েন নিউ জিল্যান্ডের মানুষ।

নতুন বছরকে স্বাগত অস্ট্রেলিয়ায়। আলোর মালায় সেজে উঠল সিডনি হারবার।
আরও পড়ুন- ভোট পরিকল্পনা ‘শিকেয় তুলে’ বিদেশ সফরে রাহুল, দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের অন্দরে



































































































































