MP CUP: বছরের শুরুতেই বাইচুং-আলভিটোর দ্বৈরথে সরগরম MP কাপ ফাইনাল

0
1

শনিবার অর্থাৎ নতুন বছরের প্রথম দিন এমপি কাপের ফাইনালে মুখোমুখি বজবজ বনাম ডায়মন্ড হারবার। ফাইনালের প্রধান আকর্ষণ বাইচুং ভুটিয়া ও আলভিটো ডি’কুনহার দ্বৈরথ। ডায়মন্ড হারবারের দলের হয়ে খেলবেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং। অন্যদিকে, বজবজের দলের হয়ে মাঠে নামবেন আলভিটো। দুই তারকাই এদিন এক ভিডিও বার্তায় ফাইনালে কড়া প্রতিদ্বন্দ্বিতার ডাক দিয়েছেন।

দুই বিধানসভা কেন্দ্রের দু’টি ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করবে মেগা ফাইনালে। বজবজ পুরসভার ‘এল’ দল ফাইনালে মুখোমুখি ডায়মন্ড হারবার বিধানসভার দল হরিণডাঙার। ফাইনাল অনুষ্ঠিত হবে মহেশতলার বাটা স্টেডিয়ামে। ফাইনাল ঘিরে তুমুল উৎসাহ তৈরি হয়েছে এলাকার সাধারণ মানুষের মধ্যে।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডায়মন্ড হারবার এমপি কাপের প্রধান উদ্যোক্তা তথা স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও স্থানীয় বিধায়ক-সহ একাধিক প্রাক্তন ফুটবলার উপস্থিত থাকবেন। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সঙ্গীতানুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শান, বাবুল সুপ্রিয় ও আকৃতি ককর।

আরও পড়ুন- Kalicharon: আমি আদৌ কোনও সাধুসন্ত, বাবা কিংবা মহারাজ নই, জেরায় দাবি কালীচরণের