New Years Eve: সংক্রমণ বৃদ্ধিতে সতর্কতা, বর্ষবরণের রাতের ভিড়ে লাগাম টানতে একাধিক পদক্ষেপ কলকাতা পুলিশের

0
1

লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ফলে বর্ষবরণের (New Year Eve) উৎসবে কড়া নজরদারি প্রশাসনের। ২৫ ডিসেম্বরের পার্কস্ট্রিটের (Park Street) যে চিত্র ধরা পড়েছিল না যাতে আর না হয় তাপ জন্য সব রকম ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)। বর্ষবরণের রাতে ভিড় সামলাতে ২৫ ডিসেম্বরের মতো ওয়াকিং স্ট্রিট হবে না পার্ক স্ট্রিট। গাড়ি চলবে ওই রাস্তা দিয়ে। ফলে জনসমাগমে রাশ টানা যাবে বলে মনে করছে লালবাজার (Lalbazar)। এছাড়াও নেওয়া হচ্ছে একাধিক বিশেষ পদক্ষেপ।

আরও পড়ুন- বর্ষশেষের উৎসবে কেয়া শেঠ কেক কার্নিভ্যাল, বিচারক পদে শোভন-বৈশাখী-মদন

একনজরে পুলিশি ব্যবস্থা-
• বর্ষবরণের রাতে ওয়াকিং স্ট্রিট হবে না পার্ক স্ট্রিট। রাস্তা দিয়ে যাতে বেশি মানুষ হাঁটতে না পারেন, তার জন্য এই সিদ্ধান্ত।
• পাবলিক অ্যাড্রেস সিস্টেম থেকে সতর্কতা জারি পুলিশের।
• ওয়াচ টাওয়ারের পাশাপাশি নজরদারিতে ওড়ানো হবে ড্রোন।
• রাস্তায় থাকবেন ৩ হাজার পুলিশ কর্মী।

কোভিড (Covid) বিধি মেনে চলতে পাবলিক অ্যাড্রেস সিস্টেম থেকে শুক্রবার সকাল থেকেই সতর্কবার্তা দিচ্ছে পুলিশ। শুক্রবার, সন্ধে থেকেই ৩ হাজার পুলিশ কর্মী। ওয়াচ টাওয়ার তো রয়েছেই পাশাপাশি নজরদারিতে ওড়ানো হবে ড্রোন। সাদা পোশাকে থাকবেন পুলিশকর্মীরা।