বর্ষশেষের উৎসব চলছে রাজ্যজুড়ে। উৎসবের আনন্দে মাতোয়ারা শহর কলকাতা(Kolkata)। আর এমন দিনে শীতের শহরে সম্পন্ন হল ‘কেয়া শেঠ অদ্বিতীয়া কেক কার্নিভ্যাল ২০২১’। নলেন গুড় থেকে শুরু করে চকলেট, ভ্যানিলা, বাটারস্কচ আরও হরেক রকমের সুস্বাদে বিভোর ছিল এই কেক সন্ধ্যা। কেয়া শেঠের(Keya Seth) উদ্যোগে আয়োজিত এই কার্নিভ্যালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং অধুনা বিধায়ক মদন মিত্র(Madan), প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়(Shovan Chatterjee), শিক্ষাবিদ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, দুই রন্ধন-বিশেষজ্ঞ শর্মিষ্ঠা দে এবং বিপাশা মুখোপাধ্যায়।

গত ২২ ডিসেম্বর শহরে আয়োজিত হয়েছিল এই কেক কার্নিভ্যাল। নানা স্বাদের কেকের সমারোহে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৩২ জন প্রতিযোগী। সুস্বাদু কেকের এহেন প্রতিযোগিতায় শেষ পর্যন্ত প্রথম হন পরমজিত কৌর চৌধুরি, দ্বিতীয় অনুরাধা কোনার এবং তৃতীয় মুনমুন সূত্রধর। যাঁদের তৈরি কেকের নিলাম-মূল্য ছিল যথাক্রমে ৮,০০০ টাকা, ৪,৫০০ টাকা এবং ৪,০০০ টাকা। প্রায় প্রত্যেকটি কেকই নিলামে তোলা হয়েছিল। সেই নিলামের গোটা মূল্য দুঃস্থদের মুখে হাসি ফোটাতে দান করেন কেয়া।
আরও পড়ুন:মমি থেকেই গবেষকরা জানার চেষ্টা করেছিলেন ৫৩০০ বছর আগে মানুষ কী খেতেন
এই কার্নিভাল প্রসঙ্গে মূল উদ্যোক্তা কেয়া শেঠ জানান, তাঁর উদ্যোগে অনুষ্ঠিত ওই কার্নিভ্যালে যে সব কেক নিলাম হয়েছে, তার গোটা অর্থই তিনি দান করেছেন শহরের দুঃস্থদের ত্রাণে। সেই লক্ষ্যেই তাঁর এই উদ্যোগ। তিনি চান সেই মুখগুলোয় মিষ্টিতে মিষ্টি হাসি ফুটুক।












































































































































