Kalicharon: আমি আদৌ কোনও সাধুসন্ত, বাবা কিংবা মহারাজ নই, জেরায় দাবি কালীচরণের

0
1

কালীচরণ (Kalicharan) আদৌ কোনও সাধুসন্ত, বাবা কিংবা মহারাজ নন। তিনি গেরুয়া পোশাক পরেন আমজনতাকে প্রভাবিত করতে এবং খুশি রাখতে। গেরুয়া বসন দেখেই মানুষ তাঁকে মহারাজ বা স্বামীজি বলে ডাকতে শুরু করে। এমনই স্বীকারোক্তি ধৃত হিন্দুত্ববাদী ‘মহারাজ’ কালীচরণের।
ছত্তিশগড় পুলিশকে জেরার মুখে কালীচরণ এই বিস্ফোরক স্বীকারোক্তি দেন। বৃহস্পতিবার খাজুরহোর একটি প্রত্যন্ত এলাকার বাড়ি থেকে ছত্তিশগড় পুলিশ কালীচরণকে গ্রেফতার করে।

আরও পড়ুন- ওমিক্রনের মধ্যেই নতুন বছরকে স্বাগত জানাল নিউ জিল্যান্ড থেকে অস্ট্রেলিয়া
সম্প্রতি এক ধর্ম সংসদে ওই স্বঘোষিত ‘মহারাজ’ নাথুরাম গডসের প্রশংসা করে বলেন, ‘মহাত্মা গান্ধীকে মেরে গডসে ঠিক কাজ করেছিলেন।’ তাঁর বিরুদ্ধে একাধিক ধারা এনে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ছত্তিশগড় পুলিশ। এর আগে হরিদ্বারেও এ ধরনের এক ধর্ম সংসদে হিন্দুত্ববাদী সাধুসন্তরা সংখ্যালঘু নিধনে গণহত্যার ডাক দেন। তাঁরা সরাসরি হিন্দুত্ববাদীদের অস্ত্র হাতে তুলে নিতে বলেন।
একাধিক বক্তা দাবি করেন, গান্ধী হত্যাকারী গডসে তাঁদের আদর্শ একধাপ এগিয়ে বিহারের এক মহারাজ মন্তব্য করেন, ‘ক্ষমতা থাকলে আমি মনমোহন সিংহকে গুলি করে হত্যা করতাম।’ প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন সংসদে রাষ্ট্রীয় সম্পদে মুসলিমদের অধিকার রয়েছে বলে উল্লেখ করেছিলেন। সেই প্রসঙ্গ তুলেই বিহারের মহারাজের ওই মন্তব্য।