বৃষ্টির পূর্বাভাস থাকলেও গত দু’দিন বৃষ্টি হয়নি। বৃহস্পতিবার সকাল থেকেই হালকা কুয়াশায় ঢেকেছিল তিলোত্তমা। জেলাতেও কোথাও কোথাও ঘন কুয়াশায় ঢেকেছে। বেলা বাড়লে কোথাও কোথাও হালকা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে বেলা বাড়লেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।
আরও পড়ুন:Omicron: ওমিক্রন আক্রান্তের সংখ্যায় দেশে শীর্ষে দিল্লি
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।যদিও বুধবারের থেকে তাপমাত্রা অনেকটাই কমেছে। অবে বড়দিনের পর থেকে শীতের কনকনানি আর নেই। আবহবিদদের একাংশ জানাচ্ছেন, উত্তর-পশ্চিম ভারতে হাজির হওয়া পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তুরে হাওয়া বাধা পেয়েছে। সেই ঝঞ্ঝা ক্রমশ পূর্বভারতের দিকে বয়ে আসার ফলে রাতের পারদ পতনেও বাধা সৃষ্টি করছে।পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটলেই বাধাহীনভাবে বইবে উত্তুরে হাওয়া। তখন ফের ঠান্ডার আমেজ বাড়বে।
পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টি হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে। এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হবে। এদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নদিয়া, হুগলি ও বর্ধমানেও। উত্তরবঙ্গ ও সিকিমের সব জেলায় বৃষ্টি।