কলকাতার নতুন নগরপাল হলেন বিনীত গোয়েল (CP Vinit Goyel)। এর আগে তিনি রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান ছিলেন । চলতি বছর পাঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টারকে ধরে খবরের শিরোনামে আসেন । আগামী কাল, ৩১ ডিসেম্বর বেলা ১২টার সময় তিনি দায়িত্ব বুঝে নেবেন । বর্তমান নগরপাল সৌমেন মিত্রের (Soumen Mitra) মেয়াদ শেষ হচ্ছে আগামীকালই ।
আরও পড়ুন- Omicron Crisis: ব্রিটেন থেকে আসা সমস্ত বিমানে নিষেধাজ্ঞা জারি রাজ্য সরকারের
এবারের বিধানসভা নির্বাচনের আগে অনুজ শর্মার জায়গায় কলকাতা পুলিশ কমিশনার হয়েছিলেন সৌমেন মিত্র । এবার বিনীত গোয়েলের হাতে কলকাতার সুরক্ষার দায়িত্ব । সামনেই ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবস । রয়েছে নেতাজি জন্মজয়ন্তী । স্বাভাবিক ভাবেই কলকাতায় জনসমাগম হবে । এই পরিস্থিতিতে নতুন কমিশনারের সামনে নতুন চ্যালেঞ্জ ।