ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly) । উন্নতি হয়েছে শারীরিক অবস্থারও, বৃহস্পতিবার এমনটাই জানান হল হাসপাতালের পক্ষ থেকে। সোমবার রাতে করোনায় ( Corona) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মহারাজ। হাসপাতালে ভর্তি করানোর পর থেকে আর জ্বর আসেনি বলে জানান হল হাসপাতালের পক্ষ থেকে।
বিসিসিআই প্রেসিডেন্টের শারীরিক অবস্থা খানিকটা উন্নতি হলেও, এখনই হয়তো হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি। মহারাজ ওমিক্রনে আক্রান্ত কি না, তা জানতে ইতিমধ্যেই জিন পরীক্ষার জন্য তাঁর নমুনা কল্যাণীতে পাঠানো হয়েছে। সূত্রের খবর, শুক্রবার বিকেলে আসবে জিন পরীক্ষার রিপোর্ট। সেই জিন পরীক্ষার রিপোর্ট দেখেই নেওয়া হতে পারে পরবর্তী সিদ্ধান্ত। হাসপাতাল কতৃপক্ষের তরফ থেকে এমনটাই খবর আসছে। হাসপাতালের তরফ থেকে জানা গিয়েছে মহারাজকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকে তার আর জ্বর আসেনি। স্বাভাবিক খাওয়া দাওয়া করেছেন তিনি।
সোমবার রাতে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের চিকিৎসার জন্য গঠন করা হয়েছে তিন সদস্যের চিকিৎসকদল। স্থিতিশীল আছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।