AFSPA: গুলিকাণ্ড নিয়ে বিতর্কের মাঝেই ৬ মাসের জন্য ফের নাগাল্যান্ডে বাড়লো আফস্পা

0
1

সেনার গুলিতে ১৩ জন নিরীহ গ্রামবাসীর মৃত্যুর ঘটনার রেশ এখনো কাটেনি। এরই মাঝে ফের একবার নাগাল্যান্ডে দ্য আর্মড ফোর্সেস(স্পেশাল) পাওয়ার্স অ্যাক্ট বা আফস্পা-র(AFSPA) মেয়াদ বাড়লো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক(Home Ministry)।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় নাগাল্যান্ডের(Nagaland) মন জেলার ওটিং গ্রামে সেনার প্যারা স্পেশ্যাল ফোর্সের গুলিতে ঝাঁজরা হন ১৩ জন নিরীহ গ্রামবাসী। মর্মান্তিক সেই ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা দেশে। সেই সময় স্থানীয়রা অভিযোগ করেন, তাঁদের গাড়িকে থামতে বলেনি সেনা, বরং সরাসরি গুলি ছোঁড়া হয়। আরও অভিযোগ ওঠে, সেদিন রাতে মৃত গ্রামবাসীদের পোশাক পরিবর্তনের চেষ্টা হয়েছিল। ঘটনার পর কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। জোরাল হয় আফস্পা প্রত্যাহারের দাবি। এমনকি বিধানসভায় আফস্পা প্রত্যাহারের দাবিও পাস হয়। তবে এরই মাঝে ছয় মাসের জন্য ফের বাড়ানো হলো দ্য আর্মড ফোর্সেস(স্পেশাল) পাওয়ার্স অ্যাক্ট বা আফস্পা-র মেয়াদ।