Sourav Ganguly: হাসপাতালে শুয়েই ভারতের খেলা দেখলেন মহারাজ, টুইট করে শুভেচ্ছা জানালেন বিরাটদের

0
1

করোনায় ( Corona)আক্রান্ত হয়ে গত সোমবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)। এখন ভালোই আছেন মহারাজ। নতুন করে জ্বর আসেনি তাঁর। বৃহস্পতিবার হাসপাতালে শুয়েই ভারতের( India) জয় দেখলেন বিসিসিআই প্রেসিডেন্ট( BCCI President)। যা দেখে উচ্ছসিত তিনি। জয়ের পরই টুইট করে জানাতে ভুললেন না সেকথা।

এদিন টুইটারে বিসিসিআই প্রেসিডেন্ট লেখেন,” দারুণ জয় টিম ইন্ডিয়ার। এই ফলাফলে আমি একেবারেই অবাক হইনি। ভারতকে এই সিরিজে হারানো খুব কঠিন কাজ হতে চলেছে। দক্ষিণ আফ্রিকাকে নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে খেলতে হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল।”

এদিন সেঞ্চুরিয়ানে দাপুটে জয় পায় ভারত। দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে প্রথম টেস্টে ১১৩ রানে জেতে  বিরাট কোহলির দল। এই জয়ের ফলে তিন টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। প্রথম এশীয় দল হিসেবে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত।

আরও পড়ুন:Virat Kohli: ‘বিশ্বমানের প্রতিভা, বিশ্বমানের বোলার শামি’, ম‍্যাচ শেষে শামির প্রশংসায় বিরাট