নাথুরাম গডসের প্রশংসা, জাতির পিতা মহাত্মা গান্ধীকে অপমান! এই কারণেই গ্রেফতার হলেন কালীচরণ মহারাজ। ধর্মীয় সভা থেকে মহাত্মা গান্ধীকে নিয়ে অপমানজনক মন্তব্য করায় গ্রেফতার হলেন স্বঘোষিত ‘গডম্যান’ কালীচরণ মহারাজ। বৃহস্পতিবার ভারতের মধ্যপ্রদেশের খাজুরাহোর বাগেশ্বরী ধামের কাছে কালীচরণ মহারাজকে গ্রেফতার করা হয়েছে।এ কথা জানান রায়পুরের পুলিশ সুপার প্রশান্ত আগরওয়াল।
মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে। সেই গডসেরই প্রশংসা করেন তিনি। ছত্তিশগড়ের রায়পুরে ‘ধর্ম সংসদ’-এ মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের প্রশংসা করেন কালীচরণ।মধ্যপ্রদেশের খাজুরাহো পর্যন্ত ধাওয়া করে ধর্মগুরুকে গ্রেপ্তার করে ছত্তিশগড় পুলিশ।
কী বলেছিলেন কালীচরণ মহারাজ?
রবিবার রায়পুরের রাবণভাটা মাঠে কালীচরণ মহারাজের ধর্ম সংসদ ছিল। গডম্যান বলেন, ‘মহাত্মা গান্ধীকে খুন করার জন্য আমি নাথুরাম গডসেকে কুর্নিশ জানাই।’ এই বিস্ফোরক মন্তব্যের পরই রায়পুরের প্রাক্তন মেয়র প্রমোদ দুবের অভিযোগের ভিত্তিতে টিকরাপাড়া থানায় কালীচরণ মহারাজের বিরুদ্ধে এফআইআর রুজু হয়। প্রকাশ্য সভা থেকে আপত্তিকর মন্তব্য করে ঘৃণার উদ্রেক করায় ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ও ২৯৪ ধারায় অভিযুক্ত করা হয় কালীচরণকে।
ছত্তিশগড় পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাজুরাহো থেকে ২৫ কিলোমিটার দূরের একটি ভাড়া বাড়িতে ছিলেন কালীচরণ মহারাজ। সেখানে অনেক রাতে ছত্তিশগড় পুলিশ অভিযান চালায়। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ কালীকে গ্রেপ্তার করা হয়। আজ সন্ধ্যায়ই তাঁকে রায়পুরে আনা হয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.