India Team: সেঞ্চুরিয়ানে দাপুটে জয় ভারতের, প্রোটিয়াদের ১১৩ রানে হারাল বিরাট কোহলির দল

0
4

সেঞ্চুরিয়ানে দাপুটে জয় ভারতের( India)। দক্ষিণ আফ্রিকা( South Africa) বিরুদ্ধে প্রথম টেস্টে ১১৩ রানে জিতল বিরাট কোহলির( Virat Kohli) দল। এই জয়ের ফলে তিন টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। প্রথম এশীয় দল হিসেবে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত।

ভারতের সামনে লক্ষ‍্য ছিল ছয় উইকেট। আর সেই লক্ষ‍্যে পঞ্চম দিনে শুরু থেকেই উইকেটের জন্য ঝাঁপান ভারতীয় বোলাররা। কিন্তু পাল্টা লড়াই চালান প্রোটিয়া অধিনায়ক এলগার। ৭৭ রান করেন তিনি। তবে শেষে হাল ছাড়তেও রাজি ছিলনা ভারতীয় বোলাররা। যার ফলে মাত্র ৩৫ রানে আউট হন বাভুমা। ২১ রান করেন কুইন্টন ডি’কক। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি। দুটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং রবিচন্দ্রন অশ্বিন।

আরও পড়ুন:Liston Colaco: ‘গোয়ার বিরুদ্ধে গোলটাই চলতি আইএসএলে সেরা গোল’, বললেন কোলাসো