India Team: অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতীয় দল

0
1

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের( U-19 Asia Cup)  ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল( India Team) । বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশকে ( Bangladesh) ১০৩ রানে হারাল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং শেইক রশিদের। ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা। তারা হারিয়েছে পাকিস্তানকে।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রান করে যশ ঢুল্লের দল। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং শেইক রশিদের। ৯০ রানে অপরাজিত তিনি। ২৬ রান করেন অধিনায়ক যশ। ২৩ রান করেন রাজ বাওয়া। ২৮ রানে অপরাজিত ভিকি অস্তোয়াল। বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন রাকিবুল হাসান। একটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, নইমুর রহমান, মেহরব হাসান এবং আরিফুল ইসলাম।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে লড়াই চালান আরিফুল ইসলাম। ২৬ রান করেন মাহিফিজুল ইসলাম। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন রবিকুমার, রাজবর্ধন হাঙ্গারগেকার এবং রাজ বাওয়া এবং ভিকি অস্তোয়াল। একটি করে উইকেট নেন নিশান্ত সিন্ধু এবং কুশল তাম্বে।

আরও পড়ুন:India Team: সেঞ্চুরিয়ানে দাপুটে জয় ভারতের, প্রোটিয়াদের ১১৩ রানে হারাল বিরাট কোহলির দল