Corona: সংক্রমণ বাড়লে ফের কলকাতায় কনটেনমেন্ট জোন, স্কুল-কলেজ বন্ধের ভাবনা: জানালেন মুখ্যমন্ত্রী

0
1

করোনার সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বুধবার, গঙ্গাসাগরে (Gangasagar) প্রশাসনিক বৈঠক থেকে করোনা পরিস্থিতির উপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে ছড়াচ্ছে ওমিক্রন (Omicron)। সংক্রমণ বাড়লে *ফের স্কুল-কলেজ বন্ধ করতে হতে পারে* । শিক্ষাসচিবকে বিষয়টি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন মমতা।

বাইরে থেকে এখানে আসছে করোনার (Corona) নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। সুতরাং এ বিষয়ে বিমান চলাচলের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া যায় তা দেখতে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, যেহেতু বাইরে থেকে যাঁরা আসছেন, তাঁরা কলকাতাতেই বেশি থাকছেন। সুতরাং কলকাতায় করোনা ছড়াচ্ছে বেশি। সেক্ষেত্রে পরিস্থিতি দেখে *ফের কলকাতায় কনটেনমেন্ট জোন করার পরিকল্পনা* করা হচ্ছে। নতুন বছরের অনুষ্ঠান রয়েছে। তাই 1 ও 2 তারিখ বাদ দিয়ে, *প্রয়োজনে 3 জানুয়ারি থেকে কলকাতায় ফের কনটেনমেন্ট জোন কার্যকর* করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে কলকাতার করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে চান মুখ্যমন্ত্রী। করোনা পরিস্থিতি দেখে ফের *50% কর্মীকে work-from-home করানোর ভাবনা* তাঁর।

এখনই লোকাল ট্রেন বন্ধ করা হচ্ছে না। তবে চলাচল নিয়ন্ত্রণ করতে হবে- প্রশাসনিক বৈঠক থেকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সামনে গঙ্গাসাগর মেলা রয়েছে সুতরাং লোকাল ট্রেন বন্ধ করলে সমস্যা হবে মানুষের রোজগারের জন্য কলকাতায় আসছেন কিন্তু করোনা সংক্রমণ রোধে ট্রেন চলাচলের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া যায় সেটা নজর রাখতে হবে।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ওমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। কিন্তু এটা ছড়াচ্ছে বেশি। তাই সর্তকতা অবলম্বন করতে হবে। মাস্ক পরতেই হবে। স্যানিটাইজার ব্যবহার করতে হবে। গঙ্গাসাগর মেলাতেও সবাইকে মাস্ক করে আসতেই হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:Abhishek Banerjee: নতুন বছরে গোয়ার মানুষের জীবনে সুখ-সমৃদ্ধি আসুক: প্রার্থনা অভিষেকের