Sourav Ganguly:ভালো আছেন মহারাজ, আসেনি জ্বর

0
2

ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)। গত সোমবার রাতে করোনায় ( Corona) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতাল সুত্রে খবর, মহারাজের অবস্থা স্থিতিশীল। নতুন করে আর জ্বর আসেনি সৌরভের। কাশিও নেই, তবে সর্দি রয়েছে বিসিসিআই প্রেসিডেন্টের। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মহারাজ।

আরও পড়ুন:India Team: দিনের শেষে ১৪৬ রানে এগিয়ে ভারতীয় দল, ২০০ টেস্ট উইকেটের মালিক হলেন শামি

হাসপাতাল সূত্রে খবর, স্বাভাবিক ভাবে খাবার খাচ্ছেন সৌরভ। তবে সর্দি থাকায় মাঝে মধ্যে স্টিম দেওয়া হচ্ছে তাকে। দেওয়া হয়েছে ডক্সিসাইক্লিন। কিন্তু কাশি না থাকায় আপাতত তাঁর সিটি স্ক্যান করা হবে না হাসপাতাল সূত্রে খবর। বুধবার দুপুরে সৌরভের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখবেন চিকিৎসকরা। তার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

মহারাজের চিকিৎসার জন্য গত মঙ্গলবারই গঠন করা হয়েছে তিন সদস্যের চিকিৎসকদল। এই দলে রয়েছেন সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু, সৌপ্তিক পান্ডা। এ ছাড়াও পরামর্শ নেওয়া হচ্ছে চিকিৎসক দেবী শেঠি এবং আফতাব খানের থেকেও।