নাগাল্যান্ডে(Nagaland) সেনাবাহিনীর গুলিতে ১৩ জন সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনায় রাজ্যে তৈরি করা বিশেষ তদন্তকারী দলকে(SIT) জওয়ানদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিল সেনা(Army)।

জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের অনুমতি নেওয়ার পর চলতি সপ্তাহের মধ্যেই তদন্তকারী দলের তরফে ২১ নম্বর স্পেশাল ফোর্স এর বয়ান রেকর্ড করা হবে। যদিও এখনও স্পষ্ট নয়, কীভাবে রাজ্যের তদন্তকারী দলকে নাগাল্যান্ড হত্যাকাণ্ডের তদন্তের অনুমতি দেওয়া হল। কারণ এই রাজ্যে এখনও আর্মড ফোর্সেস (স্পেশাল) পাওয়ার অ্যাক্ট লাগু রয়েছে। যে আইনে বলে কেন্দ্রের অনুমতি ছাড়া সেনার বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করতে পারে না রাজ্য। পাশাপাশি আরও জানা গিয়েছে রাজ্যে তৈরি বিশেষ তদন্তকারী দল প্রথমে ৮ জন সদস্য থাকলেও পরে তা বেড়ে ২২ জন হয়েছে।
আরও পড়ুন:Sourav Ganguly: ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, স্বাভাবিক অক্সিজেনের মাত্রা
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে সেনার প্যারা স্পেশ্যাল ফোর্সের গুলিতে ঝাঁজরা হন ১৩ জন নিরীহ গ্রামবাসী। মর্মান্তিক ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা দেশ। সেই সময় স্থানীয়রা অভিযোগ করেন, তাঁদের গাড়িকে থামতে বলেনি সেনা, বরং সরাসরি গুলি ছোঁড়া হয়। আরও অভিযোগ ওঠে, সেদিন রাতে মৃত গ্রামবাসীদের পোশাক পরিবর্তনের চেষ্টা হয়েছিল। ঘটনার পর কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। জোরাল হয় আফস্পা প্রত্যাহারের দাবি। এবার ওই ঘটনায় রাজ্যের তদন্তকারী দলকে সেদিন রাতে ‘অপারেশনে’ থাকা জওয়ানদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিল সেনা।















































































































































