ভারত-দক্ষিণ আফ্রিকা( India-South Africa) প্রথম টেস্টে প্রথম ইনিংসে প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন মহম্মদ শামি ( Mohammad Shami) । আর এই উইকেট নিতেই টেস্টে ২০০ উইকেটের মালিক হন তিনি।আর এই সাফল্যের জন্য কৃতজ্ঞতা দিলেন তার প্রয়াত পিতার আত্মত্যাগকে।

তৃতীয় দিনের মাচ শেষে শামি বলেন,” আজ আমি যেখানে আছি এবং যে জায়গায় আছি, তার অনেকটা কৃতিত্ব যায় আমার বাবার উপর। কারণ আমি এমন এক জায়গা থেকে এসেছি যেখানে এত পরিষেবা ছিল না। এখনও সেখানে সব কিছু পৌঁছয়নি। বাবা আমাকে নিয়ে ৩০ কিলোমিটার দূরে একটি ক্রিকেট ক্যাম্পে যেতেন। সেই সময়, সেই অবস্থায় তিনি আমার জন্য যা করেছেন, আমি তার জন্য ধন্য। খুবই বিশেষ অনুভূতি হচ্ছে পাঁচ উইকেট পেয়ে এবং এর জন্য অনেক কঠিন পরিশ্রম লেগেছে।”
টেস্টে ২০০ উইকেট নিয়ে কপিল দেব, জাভাগাল শ্রীনাথদের সঙ্গে এক আসনে বসলেন শামি। এই নিয়ে ভারতীয় দলের তারকা বোলার বলেন, “কে জীবনে শেষ পর্যন্ত কী করবে তা আগে থেকে বলা যায় না। তবে স্বপ্ন থাকে ভারতের হয়ে ক্রিকেট খেলার। টিভিতে যাঁদের দেখি, তাঁদের সঙ্গে খেলার।”













































































































































