ভারত-দক্ষিণ আফ্রিকা( India-South Africa) প্রথম টেস্টে প্রথম ইনিংসে প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন মহম্মদ শামি ( Mohammad Shami) । আর এই উইকেট নিতেই টেস্টে ২০০ উইকেটের মালিক হন তিনি। আর কৃতিত্ব অর্জন করতেই শামির প্রশংসায় মাতলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী( Ravi Shastri) । তিনি শামির প্রশংসায় বললেন, শাবাশ বাংলার সুলতান।
শামি ২০০ উইকেটের মালিক হতেই শাস্ত্রী টুইটারে দুটি ছবি পোস্ট করে লেখেন,”শাবাশ বাংলার সুলতান। দেখে খুব আনন্দ পেলাম। দু’দিন পরেই বিরিয়ানি খাওয়া হবে। অনেক পরিশ্রমের ফসল। ভগবান তোমাকে আশীর্বাদ করুন।”
Shabash Sultan of Bengal @MdShami11. Dekh ke maza aah gaya. Biryani. Doh din ke baad. Mehnat ka Phal. God bless. #SAvIND #Shami #Shami200 pic.twitter.com/QGZ41g4bD7
— Ravi Shastri (@RaviShastriOfc) December 28, 2021
ভারতীয় পেসারদের মধ্যে সব চেয়ে কম ম্যাচ খেলে এই মাইলফলক ছোঁয়ার তালিকায় তিন নম্বরে রয়েছেন শামি। কপিল দেব নিয়েছিলেন ৫০টি টেস্টে, জাভাগাল শ্রীনাথ নিয়েছিলেন ৫৪টি টেস্টে। তাঁদের পরেই রয়েছেন শামি। ১১তম ভারতীয় বোলার হিসাবে ২০০ উইকেট নিলেন তিনি।
আরও পড়ুন:I-League: আইলিগে করোনার হানা, আক্রান্ত বেশ কয়েকজন ফুটবলার