করোনা (Corona) আক্রান্ত হয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন BCCI সভাপতি তথা প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। যদিও সৌরভ এখন স্থিতিশীল। আর বুধবার সৌরভের বেহালার বীরেন রায় রোডের বাড়ি (Behala Residence) জীবাণুমুক্ত করার কাজ করলেন। যাতে সৌরভের বাড়ি বা তার আশপাশে কোনও ভাবেই সংক্রমণ না ছড়ায় তাই এদিন কলকাতা পুরসভার (KMC) কর্মীরা সৌরভের বাড়ি ও আশপাশের অঞ্চলে জীবাণুমুক্ত করেন। আরও একটি স্বস্তির খবর, সৌরভ কোভিড আক্রান্ত হলে তাঁর পরিবারের আর কোনও সদস্যের রিপোর্ট পজিটিভ আসেনি।
এদিকে হাসপাতাল সূত্রে, নতুন করে আর জ্বর আসেনি সৌরভের। কাশিও নেই। তবে সর্দি রয়েছে। তাই স্টিম দেওয়া হচ্ছে সৌরভকে। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৯ শতাংশ। রাতে ভাল ঘুম হয়েছে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে স্বাভাবিক খাবার খাচ্ছেন তিনি। কথাও বলছেন।
তবে সৌরভ ওমিক্রন আক্রান্ত কি-না তা জানার জন্য মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি শুরু হয়েছে। তাঁর নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে জিনের পরীক্ষার জন্য। এখনও সেই রিপোর্ট হাতে আসেনি চিকিৎসকদের।
আরও পড়ুন- প্রথমবার মদ খেয়েছিলাম শুভেন্দুর বাবার সঙ্গে! হাটে হাঁড়ি ভাঙলেন মদন