করোনা আক্রান্ত তৃণমূল নেতা তাপস রায়, কাউন্সিলর সাধনা বসু

0
2

করোনার থাবা এবার কলকাতা পুরসভাতেও! করোনা আক্রান্ত কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) বরো চেয়ারম্যান সাধনা বসু (Sadhana bose)। করোনা আক্রান্ত হয়ে তিনি বাঙুর হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর।

পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন তৃণমূল বিধায়ক তথা উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি  তাপস রায়। তাপসবাবু উপসর্গহীন। তিনি হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন। জানা গিয়েছে, মঙ্গলবার মেয়র ফিরহাদ হাকিমের শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন তাপস রায় এবং সাধনা বসু। সূত্রের খবর, সাধনা বসুর পাশেই ছিলেন কাউন্সিলর জুঁই বিশ্বাস, পূজা পাঁজা, কাকলি বাগ-সহ আরও অনেকে। তাপস-সাধনার মেয়েরও জ্বর রয়েছে বলে খবর। তবে তাঁর করোনা টেস্টের রিপোর্ট এখনও আসেনি। সূত্রের খবর, কলকাতা পুরসভার মেয়রের ঘরের এক কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সাধনা বসুর (Sadhana Bose) আশেপাশে যাঁরা বসেছিলেন তাঁদের নিজেদের খেয়াল রাখতে বলেছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। প্রয়োজনে টেস্ট করিয়ে নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- প্রথমবার মদ খেয়েছিলাম শুভেন্দুর বাবার সঙ্গে! হাটে হাঁড়ি ভাঙলেন মদন