Cristiano Ronaldo: গোয়ায় বসল রোনাল্ডোর মূর্তি

0
1

গোয়ায়( Goa) কালাঙ্গুটে বসল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (cristiano ronaldo) ব্রোঞ্জের মূর্তি। যা নিয়ে উত্তেজনা তুঙ্গে। পর্তুগিজ তারকার স্টাইল ও খেলার ধরণে মুগ্ধ অনেকেই। পেলে, মারাদোনা, মেসিরা সশরীরে ভারতে আসলেও, সিআরসেভেনের এখনও দেখা পায়নি ভারতবাসী। তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে গোয়ায় কালাঙ্গুটে রোনাল্ডোর আদলে ৪১০ কেজির মূর্তি স্থাপন করা হল।

রোনাল্ডোর মূর্তি স্থাপন নিয়ে গোয়ার মন্ত্রী মাইকেল লোবো বলেন, “এই প্রথমবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই মূর্তি ভারতে স্থাপিত হয়েছে। এটি আমাদের যুবসমাজকে আরও অনুপ্রাণিত করবে। যদি আপনি ফুটবলকে আলাদা পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে এটির দিকেই যুব ছেলে ও মেয়েদের তাকাতে হবে, এই মূর্তিকে দেখে এবং সেলফি তুলে খেলার জন্য অনুপ্রাণিত হতে হবে।”

আরও পড়ুন:Under 19 Asia Cup: এবার করোনার হানা অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে, বাতিল হল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম‍্যাচ