পাঞ্জাবে বিজেপির চমক, গেরুয়া শিবিরে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার দীনেশ মোঙ্গিয়া

0
1

বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে পাঞ্জাব রাজ্যে(Punjab)। লড়াইয়ের ময়দানে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে সব শিবির। এহেন পরিস্থিতির মাঝেই এবার বড় চমক দিল পাঞ্জাব বিজেপি(BJP)। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীনেশ মোঙ্গিয়া(Dinesh Mongia)।

মঙ্গলবার দিল্লিতে বিজেপির একাধিক নেতৃত্বের উপস্থিতিতে দলে যোগ দেন মোঙ্গিয়া। যোগদান অনুষ্ঠানে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানান, মোঙ্গিয়ার মতো আরও কয়েকজন বিশিষ্টজন বিজেপিতে যোগ দিতে চলেছেন আগামীতে। আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বছর অনুপস্থিত থাকার পর ২০১৯ সালে অবসর নিয়েছিলেন দীনেশ মোঙ্গিয়া। ২০০৩ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে (World Cup) সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নেতৃত্বাধীন যে দল রানার্স হয়েছিল, সেই স্কোয়াডের অন্যতম মুখ ছিলেন মোঙ্গিয়া। ২০০৭ সালে বিদ্রোহী লিগে অংশ নেওয়ার পরে বোর্ডের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বাঁ-হাতি ব্যাটসম্যানের উপরে। শেষবার ২০০৭ সালে পাঞ্জাবের হয়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। এবার বাঁ-হাতি ব্যাটার রাজনীতিতে যোগ দিতে চলেছেন বলে জানা গেল । তাও আবার শাসক শিবির বিজেপিতে।