আমাদের ভোট দিলে ৫০ টাকায় মদ দেবো: অন্ধ্রে বিতর্কিত প্রতিশ্রুতি বিজেপি সভাপতির

0
2

আমাদের ভোট দিলে সস্তায় মদ(alcohol) খেতে পারবেন আপনারা। প্রকাশ্য জনসভা থেকে এমনই বিচিত্র প্রস্তাব দিলেন অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) বিজেপি(BJP) সভাপতি। তার আরও দাবি বিজেপি যদি এক কোটি ভোট পায় তবে ৫০ থেকে ৭০ টাকার মধ্যে করা হতে পারে মদের দাম। বলার অপেক্ষা রাখে না বিজেপির এমন প্রস্তাবের পর স্বাভাবিকভাবেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির সরকারকে তোপ দেগে এক জনসভা থেকে অন্ধপ্রদেশের বিজেপি সভাপতি সোমু বীররাজুকে বলতে শোনা যায়, এই মুহূর্তে মদের বোতলের দাম ২০০ টাকা। অথচ মদের মান অত্যন্ত খারাপ। তাঁদের সরকার ক্ষমতায় এলে পরিস্থিতি পালটে যাবে। এরপরই তাঁর আবেদন, “বিজেপিকে এক কোটি ভোট দিন। আমরা আপনাদের ৭০ টাকায় মদের ব্যবস্থা করে দেব। যদি লভ্যাংশ বেশি রাখা যায়, তা ৫০ টাকাতেও মিলতে পারে।”

আরও পড়ুন:শুধুই আচার্য, রাজ্যপালের অধিকার খর্ব করতে বিধানসভায় বিল পেশ মহারাষ্ট্র সরকারের

উল্লেখ্য, ২০২৪ সালে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। দক্ষিণের এই রাজ্যে মদের গ্রাহক এক কোটি। তাদেরকেই প্রাথমিকভাবে প্রাধান্য দিতে উদ্যোগী হয়েছে বিজেপি আর সেই লক্ষ্যে মদ হয়ে উঠেছে হাতিয়ার। বিজেপি দাবি অনুযায়ী, তাদেরকে ভোট দিলে মদ্যপায়ীদের জন্য সুদিন ফেরাবে গেরুয়া শিবির।