আইএসএলে ( Isl) নতুন কোচের হাত ধরে জয়ে ধারা বজায় রাখল এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)। বুধবার এফসি গোয়াকে( Fc Goa) ২-১ গোলে হারাল হুয়ান ফেরান্দোর দল। বাগানের হয়ে গোল দুটি করেন লিস্টোন কোলাসো এবং রয় কৃষ্ণা। এই জয়ের ফলে লিগ তালিকায় তিন নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের।

ম্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণ চালায় এটিকে মোহনবাগান। যার ফলে ম্যাচের ২৩ মিনিটে গোল করে বাগানকে ১-০ গোলে এগিয়ে দেন লিস্টোন কোলাসো। পুরনো দলের বিরুদ্ধে দুরন্ত গোল করলেন তিনি। এরপর আক্রমণ চালালেও প্রথমার্ধে গোলের ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় ফেরান্দোর দল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ পাল্টা আক্রমণের লড়াই। যার ফলে ম্যাচের ৫৬ মিনিটে বাগানের হয়ে দ্বিতীয় গোলটি করেন রয় কৃষ্ণা। ম্যাচের ৮৩ মিনিটে এফসি গোয়ার হয়ে একমাত্র গোলটি করেন ওর্তিজ।
আরও পড়ুন:I-league: করোনার কারণে স্থগিত বৃহস্পতিবার এবং শুক্রবারের আইলিগের ম্যাচ













































































































































