Weather Forecast: শীতেও বৃষ্টি, বাড়ছে তাপমাত্রা, ফের কবে ফিরবে ঠান্ডা?

0
1

দিন কয়েক আগেও হাড়কাঁপানো শীতে জবুথবু হয়েছিল জেলার বেশ কিছু জায়গা।পুরুলিয়া, পানাগড়, শ্রীনিকেতনে তাপমাত্রা ১৪ নীচে ঘোরাফেরা করছিল। মঙ্গলবার যা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছেছে। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। সেই সঙ্গে আকাশেরও মুখভার। কলকাতা-সহ জেলার কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

মঙ্গলবার সকালে কুয়াশার চাদরে মুখ ঢেকেছে তিলোত্তমা। আজ আরও খানিকটা তাপমাত্রা বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তুরে হাওয়া বাধা পেয়েছে। সেই ঝঞ্ঝা ক্রমশ পূর্বভারতের দিকে বয়ে আসার ফলে রাতের পারদ পতনেও বাধা সৃষ্টি করছে। এই ঝঞ্ঝার জেরে মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হতে পারে। ফের শীতের কাঁপুনি মিলতে পারে নতুন বছরের দু’দিন পেরনোর পরে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।