কলকাতা পুরসভায় মেয়রের শপথ গ্রহণের দিনও রাজনৈতিক তরজা প্রকাশ্যে এলো। মঙ্গলবার যখন পুরসভায় শপথ গ্রহণ চলছে, ঠিক তখনই নন্দীগ্রামে হনুমানজি’র পুজো উদ্বোধন করতে এসে মেয়র ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “জনগণের ভোটে নয়, ছাপ্পা ভোটে মেয়র হলেন ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীকে বলব ফিরহাদকে যেন ছাপ্পাশ্রী পুরস্কার দেওয়া হয়।”

যদিও শুভেন্দুকে পাল্টা দিতে ছাড়েননি ফিরহাদ হাকিম। শুভেন্দুর মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুচকি হেসে কলকাতার মেয়র এককথায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ফিরহাদ বলেন, “হিন্দিতে একটা কথা আছে। বাবু চলে বাজার, কুত্তা ভোকে হাজার!”
এই অবশ্য প্রথম নয়। আগেও বিভিন্নভাবে ফিরহাদ হাকিম সম্পর্কে কটূক্তি করেছেন শুভেন্দু অধিকারী। কখনও তাঁকে ”মিনি পাকিস্তান বলা মন্ত্রী”, আবার কখনও তাঁর দেশপ্রেম নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু। ফিরহাদ হাকিম অবশ্য শুভেন্দুর কথায় খুব বেশি গুরুত্ব দিতে নারাজ। তবে শুভেন্দুর মন্তব্য তাঁকে কোথাও গিয়ে ব্যথা দেয় বলেই জানান ফিরহাদ হাকিম।

তিনি বলেন, “এগুলি শুনলে কষ্ট হয়। যার সঙ্গে ছোটবেলা থেকে সম্পর্ক। তার মুখ থেকে যখন এসব শুনি, তখন মনে হয় ছোটবেলার সম্পর্ক বলে কিছুই নেই! যার বাড়িতে গিয়েছি, যে আমার বাড়িতে এসেছে। এত ভালো সম্পর্ক! স্রেফ রাজনৈতিক অবস্থান বদলেছে বলে এমন অপমান করবে! একজন নাগরিক হিসেবে আমরা সকলেই আমার দেশকে মায়ের মতো ভালোবাসি। সেই মা-কে নিয়ে প্রশ্ন তুললে, তার থেকে বড় অপমান কিছু হয় না। আমি আমার মাকে ভালোবাসি, সেটি নিয়ে তোমার কাছে কৈফিয়ত দেব, বারবার পরীক্ষা দেব! শুধুমাত্র অন্য ধর্মে জন্মেছি বলে পরীক্ষা দিয়ে যেতে হবে! এটা অত্যন্ত অপমানজনক। তবে যারা এমন কথা বলে, তাদের কলকাতার মানুষ জবাব দিয়েছে, আমার ওয়ার্ডের মানুষ দিয়েছে। আমি অত্যন্ত খুশি, আমাকে জবাব দিতে হয়নি।”
আরও পড়ুন- মেয়রকে অভিনন্দন কংগ্রেস কাউন্সিলর সন্তোষের, ওয়ার্ডের উন্নয়নে চাইলেন সাহায্য


































































































































