Luizinho Faleiro: ডেরেকের পর এবার করোনা আক্রান্ত লুইজিনহো ফ্যালেইরো

0
1

করোনা (Corona) আক্রান্ত হয়েছেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। আজ, মঙ্গলবার সকালে একথা টুইট করে নিজেই জানিয়েছেন তৃণমূল সাংসদ।

এর কিছুক্ষণের মধ্যেই জানা যায় শুধু ডেরেক নন, করোনা আক্রান্ত গোয়ার (Goa) প্রাক্তন মুখ্যমন্ত্রী (Ex CM) তথা তৃণমূলের রাজ্যসভার আরেক সাংসদ লুইজিনহো ফ্যালেইরো (Luizinho Faleiro)। তিনিও টুইট করে সে কথা জানিয়েছেন।

আরও পড়ুন-Derek O’ Brien:করোনা আক্রান্ত তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন, রয়েছেন আইসোলেশনে

এদিন টুইটে ফ্যালেইরো লেখেন, “আমার করোনা রিপোর্ট পজিটিভ। চিকিৎসকের পরামর্শে বাড়িতেই আইসোলেশনে আছি। সম্প্রতি, আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা যেন টেস্ট করিয়ে নেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।”