ফের ভাঙন! আসানসোল পুরভোটের আগে তৃণমূলে ৩ বারের বাম কাউন্সিলর

0
1

পুরভোটের আর একমাসও দেরি নেই। ঠিক তার আগে আসানসোলে ধাক্কা খেল বামেরা। পুরভোটের ঠিক আগে বাম দুর্গে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দিলেন আসানসোলের সিপিআই নেত্রী ও তিন বারের কাউন্সিলর কবিতা যাদব। সঙ্গে যোগ দিলেন আরও ২৫ জন বাম সমর্থক। সদ্য তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী মলয় ঘটক।

কলকাতার পর নতুন বছরের শুরুতেই রাজ্যের চার পুরনিগমের ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কলকাতার পর এবার ভোট হবে বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর ও আসানসোলে। আসানসোলে ভোটগ্রহণ ২২ জানুয়ারি। ফলপ্রকাশ ২৫ জানুয়ারি। ঠিক তার আগে আসানসোলে বড়সড় ধাক্কা খেল বামেরা।

মঙ্গলবার সকালে দলীয় অনুগামীদের নিয়ে আসানসোল থেকে কলকাতায় এসে তৃণমূলে যোগ দেন সিপিআই নেত্রী কবিতা যাদব। কেন এমন সিদ্ধান্ত? কবিতা যাদব জানালেন, ‘রাজ্য জুড়ে উন্নয়ন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কাজের অনুপ্রেরণাতেই তৃণমূলে যোগ দিলাম। আসানসোলের উন্নয়নের কাজে মলয় ঘটকের পাশে থাকতে চাই। আসানসোলের ১০৬টি ওয়ার্ডে আমরা একসঙ্গে কাজ করব’।

আরও পড়ুন- KMC।Chief Whip: কলকাতা পুরসভার মুখ্য সচেতক তরুণ বাপ্পাদিত্য, নেত্রীকে জানালেন কৃতজ্ঞতা