১) জয় দিয়ে আইলিগের অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার সন্ধ্যায় নৈহাটি স্টেডিয়ামে দিল্লির সুদেবা এফসিকে ২-১ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড। মহামেডানের হয়ে গোল দুটি করেন শেখ ফৈয়াজ এবং মার্কাস। ম্যাচের সেরা মার্কাস।

২) ব্যাট হাতে কামাল করলেন মন্ত্রীমশাই। সোমবার সিএবি-র প্রথম ডিভিশনের ম্যাচে ওয়াইএমসিএ-এর বিরুদ্ধে ব্যাট হাতে শতরান করলেন মনোজ তিওয়ারি। ১০৩ রানে অপরাজিত তিনি। মনোজের ব্যাটে ভর করেই এই ম্যাচে ওয়াইএমসিএকে ১০ উইকেটে হারাল মোহনবাগান।

৩) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। সোমবার আফগানিস্তানকে ৪ উইকেটে হারাল যশ ঢুল্লার দল। আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অথবা শ্রীলঙ্কা।

৪) ভিলেন বৃষ্টি। যার ফলে সেঞ্চুরিয়ানের ক্রিজে গড়াল না একটাও বল। ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ। ফলে বাধ্য হয়ে দ্বিতীয় দিনের খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন আম্পায়াররা।

৫) রাহুল দ্রাবিড়ের পরামর্শেই ব্যাটিং-এ সাফল্য, বললেন ময়ঙ্ক আগরওয়াল। বার বার শৃঙ্খলা বজায় রাখা। দক্ষিণ আফ্রিকার উইকেটে তোমার খেলা দর্শনীয় হবে না, কিন্তু উইকেট কামড়ে পড়ে থাকতে হবে’, এমনই কথা দ্রাবিড় বলেন বলে জানালেন ময়ঙ্ক।
আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ










































































































































