Belur Math: কল্পতরু উৎসবে বন্ধ বেলুড় মঠ, ফের কবে খুলবে মঠ?

0
2

দীর্ঘদিন বন্ধ থাকার পর বড়দিনের পরের দিনই খুলেছে বেলুড় মঠ। কিন্তু মঠ খুলতেই বছরের প্রথম ৪ দিন মঠ বন্ধ রাখা হবে বলে জানালেন বেলুড় মঠ কর্তৃপক্ষ। ওমিক্রন উদ্বেগ বাড়ায় ভিড় নিয়ন্ত্রণে এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন মঠ কর্তৃপক্ষ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। যদিও এর কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছুই জানায়নি মঠের তরফে। তবে মঠ কর্তৃপক্ষের সিদ্ধান্তে কল্পতরু উৎসবের দিন বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন না পুণ্যার্থীরা।

আরও পড়ুন:Ashok Bhattachrya:বুদ্ধদেবের ফোনের জের, পুরভোটের লড়াইয়ে নামছেন অশোক ভট্টাচার্য

সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। স্বামী সুবীরানন্দের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘অনিবার্য কারণে আগামী ১লা জানুয়ারি ২০২২ (শনিবার) ভক্ত ও দর্শনার্থীদের জন্য বেলুড় মঠ বন্ধ থাকবে।’ নববর্ষের প্রথম দিনে প্রচুর ভক্তদের সমাগম হয়ে থাকে বেলুড় মঠে। রাজ্যে ওমিক্রন নিয়ে উদ্বেগের বিষয়টি মাথায় রেখেই ওই দিন বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, কল্পতরু উৎসবের দিন দক্ষিণেশ্বরের পাশাপাশি বেলুড় মঠেও ভক্ত সমাগম হয়। কিন্তু মঠের তরফে জানানো হয়েছে, ৪ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে মঠের দরজা। এরপর ফের ভক্ত ও পুণ্যার্থীদের জন্য খোলা হবে মঠের দরজা। ৫ জানুয়ারি থেকে নিয়ম মত সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন পুন্যার্থী ও ভক্তরা।