Weather Forecast:আরও বাড়ল তাপমাত্রা, শীতেও ফের বৃষ্টির পূর্বাভাস

0
3

ইনিংসের শুরুতে নেমে ঝোড়ো গতিতে ব্যাট করছিল শীত। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলার কাছে হার মানতে হলো শীতকে।যার জেরে ক্রমেই বেড়ে চলেছে তাপমাত্রা।ডিসেম্বরের শেষে শহরের তাপমাত্রা বেড়ে দঁড়াল ১৮ ডিগ্রি সেলসিয়াসে।অন্যদিকে শীতেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর।

আরও পড়ুন:Belur Math:রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তিতে বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী

একদিকে পশ্চিমী ঝঞ্ঝা আর অন্যদিকে ঘূর্ণাবত। জোড়া ফলায় সোমবার সকালে একধাক্কায় আরও এক ডিগ্রি বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিহারের ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝর প্রভাবে সমুদ্র থেকে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে । যার প্রভাবে ডিসেম্বরের শেষ সপ্তাহে তাপমাত্রা দু’এক ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকলেও সোমবার আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই।

আজ সকাল থেকেই মেঘলা আকাশ।সোমবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, নদিয়া, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতা এবং হাওড়ায় আকাশ অংশত মেঘলা থাকবে। সে ক্ষেত্রে বৃহস্পতিবার পর্যন্ত শহরের তাপমাত্রা আরও বাড়তে পারে।