India-South Africa: ভিলেন বৃষ্টি, টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরিয়ানে গড়াল না বল

0
1

ভিলেন বৃষ্টি। যার ফলে সেঞ্চুরিয়ানের ( Centurion) ক্রিজে গড়াল না একটাও বল। ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা ( India-South Africa) প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম‍্যাচ। ফলে বাধ্য হয়ে দ্বিতীয় দিনের খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন আম্পায়াররা।

সোমবার সকাল থেকেই সেঞ্চুরিয়ানে শুরু হয় বৃষ্টি। সারা দিন ধরে চলে বৃষ্টি। মাঝে মাঝে বৃষ্টি থামলেও কিছু ক্ষণপরেই ফের শুরু হয়ে যাচ্ছিল বৃষ্টি। যার ফলে ক্রিজে গড়াল না একটাও বল। বিকেলের পর থেকে বৃষ্টির তীব্রতা বাড়ে। প্রায় চার ঘণ্টা অপেক্ষা করার পরে বাধ্য হয়ে খেলা বন্ধের সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা। মঙ্গলবার নির্ধারিত সময়েই শুরু হবে তৃতীয় দিনের ম‍্যাচ। সময় ও আলো থাকলে এক ঘণ্টা বেশি খেলা করানোর পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। তবে সবটাই নির্ভর করছে সেঞ্চুরিয়ানের আবহাওয়ার উপর।

রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ছিল ৩ উইকেট হারিয়ে ২৭২। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন কে এল রাহুল ১২২ এবং অজিঙ্কে রাহানে ৪০।

আরও পড়ুন:Ravi Shastri: বিজয় হাজারের নতুন চ‍্যাম্পিয়নদের প্রশংসায় রবি শাস্ত্রী