নিকটাত্মীয় পুরুষ ছাড়া বেড়াতে যেতে পারবেন না মহিলারা! নয়া ফতোয়া তালিবানের

0
3

দিন কয়েক আগে তালিবান সরকার (Taliban Government) জানিয়েছিল, আফগানিস্তানের (Afghanistan) মহিলাদের শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করতে তারা নাকি বদ্ধপরিকর। কিন্তু আসলে গোটা বিশ্বের সমর্থন পেতে মহিলাদের পাশে দাঁড়ানোর ‘নাটক’ করছে জেহাদিরা তা মানুষ ভালোই বুঝতে পেরেছে। রবিবার সে দেশে জারি হয়েছে নয়া ফতোয়া। বলা হয়েছে, আফগান মহিলারা পুরুষ আত্মীয় ছাড়া ঘুরতে যেতে পারবেন না। এছাড়া বাস ও অন্য গাড়ির চালিকদের উদ্দেশে বলা হয়েছে, একমাত্র ইসলামিক হিজাব পরা মহিলাদেরই গাড়িতে ওঠার অনুমতি দিতে পারবেন তাঁরা।

আরও পড়ুন: স্বাস্থ্য পরিষেবায় দেশের সবচেয়ে খারাপ রাজ্য উত্তর প্রদেশ, প্রকাশ্যে নীতি আয়োগের রিপোর্ট

তালিবান সরকারের (Taliban Government) জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, “ একজন আফগান মহিলা ৭২ কিলোমিটারের বেশি ঘুরতে যেতে চাইলে তার সঙ্গে একজন নিকটাত্মীয় পুরুষকেই থাকতে হবে। পুরুষ সঙ্গী ছাড়া সফল করার অনুমতি পাবেন না আফগান মহিলারা।” রবিবার এক সংবাদসংস্থাকে এই নতুন ফতোয়ার কথা জানিয়েছেন তালিবান সরকারের অন্যতম মুখপাত্র আকিফ মুহাজিরো‌।

আকিফ মুহাজিরো আরও জানান, সফর করতে হলে মেয়েদের হিজাব পরা বাধ্যতামূলক করেছে সরকার। এছাড়াও গাড়িতে গান এবং যন্ত্রসংগীত চালানোও নিষদ্ধ করেছে তালিবান সরকার। কয়েক সপ্তাহ আগে আফগান চ্যানেলগুলির সেইসব ধারাবাহিকগুলিকে বন্ধ করে দিতে বলা হয়েছে তালিবান সরকারের তরফে, যেগুলিতে অভিনেত্রীরা কাজ করছেন। এছাড়া তালিবান জঙ্গিগোষ্ঠীর নির্দেশ, মহিলা সাংবাদিকদের হিজাব পরে খবর পড়ার।