ধর্ম যার যার, উৎসব সবার- এই কথা মেনে চলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। দুর্গাপুজো, দীপাবলি, ঈদের মতই গুরুত্ব দিয়ে রাজ্যে পালিত হয় ক্রিসমাস। সেজে ওঠে পার্কস্ট্রিট-সহ এসপ্ল্যানেড চত্বর। আলো ঝলমলে হয়ে ওঠে বো বারাক (Bow Barracks)। বড়দিনের মরসুমে সোমবার সন্ধেয় আচমকা সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী। সেখানকার আলোকসজ্জার প্রশংসা করে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) মমতার নির্দেশ আগামী বছর থেকে রাজ্যের ক্রিসমাস কার্নিভালে বো বারাককেও যোগ করতে হবে।
সকালে বিধানসভায় যান মুখ্যমন্ত্রী। সেখানে স্পিকারের সঙ্গে লোকায়ুক্ত নিয়ে বৈঠক করেন। তারপর যান নবান্নে (Nabanna)। সেখানে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি। নবান্ন থেকে বেরিয়ে সোজা পৌঁছে যান বো বারাকে। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম। আলোর মালায় সাজানো বো বারাক ঘুরে দেখেন মমতা। আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা। উচ্ছ্বসিত হয়ে ওঠেন তাঁরা। ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান। এলাকাবাসীর সঙ্গে আলাপচারিতা করেন মুখ্যমন্ত্রী। তাদের বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা জানান। সেখানেই মুখ্যমন্ত্রী জানান, আগামী বছর থেকে ওই অঞ্চলকেও রাজ্যের ক্রিসমাস কার্নিভালের অন্তর্ভুক্ত করা হবে। মুখ্যমন্ত্রীর এই হঠাৎ সফরে আপ্লুত বো বারাকের বাসিন্দারা।