Mayank Agarwal: দ্রাবিড়ের পরামর্শেই ব‍্যাটিং-এ সাফল‍্য, বললেন ময়ঙ্ক

0
3

শুরু হয়ে গিয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা( India-South Africa)  প্রথম টেস্ট। সেই ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন ভারতীয় ওপেনার ময়ঙ্ক আগরওয়াল( Mayank Agarwal)। ৬০ রান করেন তিনি। নিউজিল্যান্ডের পর প্রোটিয়াদের বিরুদ্ধেও ব‍্যাটিং রান পেয়ে খুশি ময়ঙ্ক। আর ব‍্যাটিং-এ সেঞ্চুরিয়নে ভাল ব্যাটি করার পিছনে কোচ রাহুল দ্রাবিড়ের ভুমিকাকেই তুলে ধরলেন ময়ঙ্ক।

ময়াঙ্ক বলেন, “রাহুল ভাই বার বার শৃঙ্খলা বজায় রাখার কথা বলছিলেন। উনি বলেন, দক্ষিণ আফ্রিকার উইকেটে তোমার খেলা দর্শনীয় হবে না, কিন্তু উইকেট কামড়ে পড়ে থাকতে হবে। যখনই সুযোগ পাবে রান করতে হবে। আমরা সেই পরামর্শ মেনে উইকেটে পড়ে থেকেছি। সেটাই কাজে এসেছে। আমি বাইরের বল ছাড়ছিলাম। যে বলগুলো শরীরের কাছে আসছিল সে গুলোই খেলছিলাম। যেটা ভেবেছিলাম সেটা করতে পেরেছি বলেই রান এসেছে। আশা করব পরবর্তী ম‍্যাচ গুলোতেও নিজের পারফরম্যান্স মেলে ধরতে পারব।”

আরও পড়ুন:Kl Rahul: সেঞ্চুরিয়ানে শতরান করে একাধিক রেকর্ড গড়লেন কে এল রাহুল